বেপরোয়া মোটরসাইকেল চালকদের থামাবে কে?

ঢাকাসহ সারাদেশে অনেকটাই বেপরোয়া মোটরসাইকেল চালকরা। ট্রাফিক সিগন্যাল কিংবা পথ নির্দেশনা যেন কোনো কিছুই মানছেন না তারা। এমনকি ফুটপাতে উঠে যাচ্ছেন অনেক মোটরসাইকেল চালক। পুলিশ বলছে, যানজটের অন্যতম কারণ মোটরসাইকেল।

ট্রাফিকের কোনো সংকেত ছাড়াই চলন্ত গাড়ির ভেতর দিয়ে একে বেঁকে চলে মোটরসাইকেল।

ঢাকার প্রতিটি মোড়েই এমন চিত্র। কেউ আবার গন্তব্যে যাওয়ার তাড়ায় ভঙ্গ করছেন অন্যের যাত্রা। লেন আটকে পেছনে সারি সারি গাড়ি অপেক্ষা করলেও নেই কোনো ভ্রুক্ষেপ।

একজন বলেন, ফেঁসে গেছি। তাই এভাবে দাঁড়িয়েছি। তবে ভুল হয়ে গেছে।

অনেক মোটরসাইকেল চালকের কাছে ফুটপাত যেনো মূল সড়ক। এমন চলাচলের ওপর কয়েক বছর আগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন উচ্চ আদালত। কিন্তু কে শোনে কার কথা?

সড়কে সামান্য যানজট এড়াতে আইন ভেঙে ফুটপাতে উঠে যান মোটরসাইকেল চালকরা। এতে দুর্ঘটনা তো ঘটছেই, দুর্ভোগও পোহাতে হচ্ছে পথচারীদের।

দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশও ক্ষুব্ধ। বলছেন অ্যাপসভিত্তিক রাইড সেবা দেয়া চালকরাই নাকি বেশি নিয়ম ভাঙেন।

তারা বলেন, আমরা মামলা দিচ্ছি। আইনগত ব্যবস্থা নিচ্ছি। তাও কিছু হচ্ছে না। যানযটের প্রধাণ কারণ এ মোটরসাইকেল।

এদিকে রাষ্ট্রের ব্যর্থতা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো কঠোর হওয়ার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, কঠোর হতে হবে। যেমন নিয়ম করা যেতে পারে ৪ বারের বেশি আইন ভাঙলেই কালো তালিকাভুক্ত করা হবে এমন।

তবে আইনের প্রয়োগ করা হচ্ছে জানিয়ে নিজেদের প্রয়োজনেই আইন মানার অনুরোধ অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদের।

তিনি বলেন, আইন প্রয়োগ হচ্ছে। পরিবর্তনও আসছে। আমার অনুরোধ, সবাই আইন মেনে চলুন।

দুর্ঘটনা এড়াতে সময়ের কথা না ভেবে নিয়ম মেনে সড়ক চলাচল দুর্ঘটনা কমাবে।

এসএইচ-০৭/২৬/২০ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : সময়)