যে কাজ করে বিবিসির তালিকায় রিমা ও রিনা

রিমা সুলতানা রিমু একজন শিক্ষক এবং তিনি কক্সবাজার ভিত্তিক ইয়াং উইমেন লিডার্স ফর পিস এর একজন সদস্য।

এ কর্মসূচীটি গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স এর অংশ যার মূল উদ্দেশ্য সংঘাতসঙ্কুল দেশগুলো থেকে আসা তরুণ নারীদের ক্ষমতায়ন করা যাতে করে তারা নেতৃত্ব দেয়া ও শান্তির এজেন্টে পরিণত হবেন।

রিমা তার মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মোকাবেলায়। রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে নারী ও শিশুদের যাদের শিক্ষার সুযোগ নেই তাদের জন্য লিঙ্গ সংবেদনশীল ও বয়সভিত্তিক স্বাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।

রেডিও ব্রডকাস্ট ও থিয়েটার পারফরম্যান্সের মাধ্যমে তিনি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তগুলো সম্পর্কে সচেতনতা তৈরিতেও কাজ করেছেন তিনি।

এবার ‘বিবিসি ১০০ নারী’ তালিকায় বাংলাদেশের যে দুজনের নাম রয়েছে, তাদের একজন রিমা সুলতানা রিমু।

এদিকে করোনাভাইরাস মহামারির সময়ে আয় বন্ধ হয়ে যায় ভাসমান যৌনকর্মীদের। তখন টানা চার মাস দৈনিক প্রায় ২০০ জন যৌনকর্মীর খাবার ব্যবস্থা করেছেন রিনা আকতার।

একসময় নিজেও যৌনকর্মী ছিলেন, জানেন তাদের আর্থিক ও সামাজিক অবস্থায় খবর। তাই মহামারিকালে এগিয়ে আসেন ভাসমান যৌনকর্মীদের সাহায্য করতে। তিনি বলেন- ‘ভালো মানুষজন তো যৌনকর্মীদের পাশে এসে দাঁড়াবে না, তাই আমি দাঁড়িয়েছি’।

এই অবদানের কারণে রিনা আকতারের নাম এবার উঠে এসেছে ‘বিবিসি ১০০ নারী’ তালিকায়।

এসএইচ-০৮/২৫/২০ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র : বিবিসি)