ফোবানায় ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে ‘বীরগাঁথা’

৩৫তম ফোবানার চূড়ান্ত প্রস্তুতির মধ্যে প্রতিদিন নতুন নতুন সেগমেন্ট যুক্ত হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে ‘বীরগাঁথা’ নতুন সংযোজিত হয়েছে। শফিকুল ইসলাম ও দিলশাদ চৌধুরীর ছুটির গ্রন্থনা ও পরিকল্পনায় ‘বাই’ এর পরিবেশনায় বীরগাঁথা এবারের ফোবানার সেরা আকর্ষণ- যা ২৬ নভেম্বর পরিবেশিত হবে।

এছাড়া বিভিন্ন ধর্মের স্কলারদের নিয়ে ইন্টারফেইথ নামে একটি সেমিনার হবে ২৮ নভেম্বর দুপুর ২টায়। মডারেট করবেন সুখেন জোসেফ গোমেজ ও মোহাম্মদ শহিদুল্লাহ। উল্লেখ্য, ‘অদম্য বাংলাদেশ-অবাক বিশ্ব’ স্লোগানে নতুন প্রজন্মের অঙ্গিকারে তিন দিনব্যাপী ফোবানার পর্দা উঠবে ২৬ নভেম্বর শুক্রবার অপরাহ্ণে মেরিল্যান্ডের গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশনে সেন্টারে।

এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমীন, জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমানসহ প্রথিতযশা রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, খ্যাতনামা লেখক-সাহিত্যিকরাও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানিয়েছেন।

তিন দিনব্যাপী ফোবানার বাংলাদেশ কনভেনশন হওয়ার কথা গত লেবার ডে উইকেন্ডে কিন্তু করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে দেয়া হয়। যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন সিটি থেকে ৭০টি সংগঠন এতে অংশ নেবে। দেশ ও প্রবাসের বিশিষ্টজনেরা অংশ নেবেন ইস্যুভিত্তিক সেমিনার-সিম্পোজিয়ামে। বিনোদনের অভিপ্রায়ে উপ-মহাদেশের সেরা শিল্পীরাও থাকবেন বিভিন্ন পর্বে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন সাবিনা ইয়াসমিন, জেমস, রবি চৌধুরী, সফি মন্ডল, তাহসান, পারভেজ, লুইপা।

মিস ফোবানা, বইমেলা, ফোবানা আইডল শো, বিজনেস মিটিং -সেমিনার ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশও রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে প্রায় প্রতিটি পর্বে থাকবে নানা আয়োজন।

এসএইচ-১২/২২/২১ (অনলাইন ডেস্ক)