ঈদের সময় বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারতের সঙ্গে চলাচল করা তিন ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রাখা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেসে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

রোববার বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের সময় দেশের মধ্যেই প্রচুর যাত্রী চাপ থাকে ফলে বিভিন্ন গন্তব্যে ট্রেনের প্রচুর চাহিদা থাকে। যে কারণে ভারতীয় রেলওয়ের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ২০২২ সালের মে পর্যন্ত দুই দেশের মধ্যে ট্রেন সেবা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ২৯ মে থেকে ঢাকা-কোলকাতা রুটে যাত্রী পরিবহন শুরু করে মৈত্রী এক্সপ্রেস।

একই দিন খুলনা-কলকাতা রুটে যাত্রা শুরু করে বন্ধন এক্সপ্রেস, আর ১ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে যাত্রী পরিবহন শুরু করে মিতালী এক্সপ্রেস।

এসএইচ-২৬/১৯/২২ (অনলাইন ডেস্ক)