অস্থির বাজার স্থির হয়নি এখনও

ঈদুল ফিতরের আগে থেকেই অস্থির হওয়া বাজার দর এখনও স্থির হয়নি। উল্টো কয়েকদিনের ব্যবধানে দেশি মুরগির দাম বেড়েছে ১৫০ টাকা।

শুক্রবার ঢাকার কারওয়ানবাজারের ব্যবসায়ীরা জানান, চিনির ঘাটতি না থাকলেও সিন্ডিকেটের কারণে চিনির বাজার স্বাভাবিক হচ্ছে না। সরকার নির্ধারিত চিনির দাম কেজি প্রতি ১০৪ টাকা। কিন্তু সেই চিনি ব্যবসায়ীরাই কিনছেন ১২৮-১৩০ টাকায়। ফলে ভোক্তার কাছ থেকে প্রতিকেজির দাম নেয়া হচ্ছে ১৪০-১৫০ টাকা। তবে অন্যান্য মুদি পণ্যের দাম রয়েছে পূর্বের অবস্থাতেই।

এদিকে, ঈদ পরবর্তী সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে মাছ। তবে ঈদের আগে ও পরের চেয়ে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। ২৬০ টাকা কেজি থেকে কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। এ দাম আরো কমবে বলেও জানান বিক্রেতারা।

দেশি মুরগির দাম কেজিতে প্রায় ১৫০ টাকা বেড়ে প্রতি কেজি ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে।

মাল কেনাবেচায় রশিদ সম্পর্কে খুচরা বিক্রেতারা জানান, ডিলার পয়েন্ট থেকে বিক্রির কোনো রশিদ না দেয়ায় তারাও ক্রেতাদের কোনো রশিদ দিতে পারেন না।

এসএইচ-০৭/২৮/২৩ (অনলাইন ডেস্ক)