ঘোষণা হবে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেটের আকার সাড়ে ৭ লাখ কোটি টাকার বেশি।

শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার বিকালে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আসছে ২৬ জুন পাস হবে আগামী অর্থ বছরের বাজেট। এ বারের বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতির লাগাম টানা।

বুধবার বিকালে অধিবেশনের শুরুতেই সর্বসম্মতিতে সদ্য প্রয়াত আকবর হোসেন পাঠান ফারুকের ওপর আনা শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদের সদ্য প্রয়াত আকবর হোসেন পাঠান ফারুকের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, বঙ্গবন্ধুর নামে সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা ও স্বাধীনতার চেতনাকে জাগ্রত করতে নায়ক ফারুক বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন।

শোকপ্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বলেন, প্রয়াত চিত্রনায়ক পাঠান ফারুক শুধু রাজনীতিই করেননি সাংস্কৃতিক জগতেও অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে বিরাট ক্ষতি হয়েছে।

অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে চেষ্টা করছে। এ ছাড়া জ্বালানি তেলে সরকার এখন সরাসরি কোনো ভর্তুকি দেয় না বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণনির্ভর। ১৯৭২ সালের ৩০ জুন মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

তিন বছরের ব্যবধানে ১৯৭৪-৭৫ অর্থবছরে বাজেটের আকার দাঁড়ায় ১ হাজার ৮৪ কোটি ৩৭ লাখ টাকা।

১৯৭৬-৭৭ অর্থবছরে শুরু হয় সামরিক শাসন। ওই অর্থবছরের ১ হাজার ৯৮৯ কোটি টাকার বাজেট ১৯৯০-৯১ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৯৬০ কোটি টাকা।

১৯৯১-৯২ অর্থবছরে বিএনপি সরকারের তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেট ঘোষণা করেন ১৫ হাজার ৫৮৪ কোটি টাকার। পাঁচ বছর পর ১৯৯৬-৯৭ অর্থবছরে বাজেটের আকার বাড়ে প্রায় দেড় গুণ। আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ঘোষিত এ বাজেটের পরিমাণ ছিল ২৪ হাজার ৬০৩ কোটি টাকা।

২০০৩ সালে ৩১তম বাজেট প্রথমবারের মতো ৫০ হাজার কোটি টাকা ছাড়ায়। ওই বছর বাজেটের আকার ছিল ৫১ হাজার ৯৮০ কোটি টাকা।

২০০৯-১০ অর্থবছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জাতীয় বাজেটের আকার দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা।

২০১৩ সালে মহাজোট সরকারের প্রথম মেয়াদের শেষ বাজেটের আকার ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।

ধারাবাহিকতায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট দাঁড়ায় ৪ লাখ ২৬৬ কোটি টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরে এসে দাঁড়ায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। উন্নয়নের ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল প্রথম বাজেট ঘোষণা করেন ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের ৫০তম বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে দেশের ৫১তম জাতীয় বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

এসএইচ/এআর-০২/০১/২৩ (অনলাইন ডেস্ক)/