ঈদে ফাঁকা সড়কে চলছে গতির প্রতিযোগিতা। এতে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। বিভিন্ন সংস্থার তথ্য বলছে, ঈদের আগে ও পরে ৬ দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। এ জন্য গতির নেশা এবং মৌসুমি চালকদের দায়ী করছেন বিশেষজ্ঞরা।
অন্য সময় সড়কে প্রাণ ঝরলেও ঈদ এলে এ সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। এ সময় ফাঁকা রাস্তায় চলে গতির প্রতিযোগিতা। এতেই ঘটে দুর্ঘটনা।
জাতীয় অর্থপেডিক হাসপাতালের তথ্যমতে, ঈদের তিন দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২০৬ জন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে মারা গেছেন ৬০ জন।
এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, ঈদের সময় মৌসুমি চালকের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। সড়ক-মহাসড়ক ফাঁকা থাকার কারণে গতি বাড়ানোর ফলে যে ঝুঁকি তৈরি হচ্ছে, এই ঝুঁকিকে তারা ঝুঁকি মনে করছে না। আর এটা দুর্ঘটনার একটা অন্যতম কারণ।
দুর্ঘটনা কমাতে, মৌসুমি চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে বিধিনিষেধের দেয়ার পাশাপাশি, পরিবারকে সতর্ক থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
এসএইচ-০৯/০২/২৩ (অনলাইন ডেস্ক)