বাংলাদেশের ৯১% মানুষ গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে

যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেন সোসাইটি ফাউন্ডেশনের এক জরিপে বাংলাদেশের ৯১% মানুষ গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে৷

জরিপটি চলতি মাসেই পরিচালনা করা হয়েছে বলে অলাভজনক এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷

বাংলাদেশসহ মোট ৩০ টি দেশকে নিয়ে পরিচালিত এ জরিপে মোট ৩৬ হাজার ৩৪৪ জন অংশগ্রহণ করেন৷ প্রতিটি দেশ থেকে অংশগ্রহণ করেন এক হাজার জন৷

জরিপে এক প্রশ্নের উত্তরে ৯১ শতাংশ বাংলাদেশি বলেছেন গণতান্ত্রিকভাবে শাসিত একটি দেশে বাস করা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ৷ যেকোনো সরকারকাঠামোর চেয়ে গণতন্ত্রকে বাংলাদেশের ৫৯ শতাংশ মানুষ পছন্দ করেন৷ এছাড়া জরিপে অংশ নেয়া ৮৮% বাংলাদেশি মনে করেন বিশ্বের সামগ্রিক কল্যাণের জন্য মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ৷

বাংলাদেশে আসন্ন সংসদ দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সহিংশতার আশঙ্কা করছে কিনা এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের ৭০% অংশগ্রহণকারী জানান তারা সহিংশতার আশঙ্কা করছেন৷

চলতি বছরের ১৮ মে থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ৩০ টি দেশের প্রাপ্তবয়স্কদের উপর জরিপটি চালানো হয়৷ জরিপে গণতন্ত্র, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সমতা, ন্যায়বিচার, অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়৷

এসএইচ-০৩/১৩/২৩ (অনলাইন ডেস্ক, সূত্র : ডয়চে ভেলে)