বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির বিন মোর্ত্তজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
এদিন সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এ সময় মনোনয়নপ্রত্যশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইল-২ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। নড়াইল-২ আসনের মাশরাফিসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর দুপুর দেড়টার দিকে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সশরীরে গিয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন মাশরাফি।
এসএইচ-০৮/০২/১২ (স্পোর্টস ডেস্ক)