কোন কীর্তি গড়লেন রোনালদো

জুভেন্টাসের জার্সিতে টানা তিন ম্যাচে গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর৷ সিআর সেভেন ম্যাজিকে শনিবার ফ্লোরেন্তিনার বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতল জুভেন্টাস৷ সাদা-কালো আর্মির হয়ে একটি গোল পেয়েছেন পর্তুগিজ তারকা৷ দ্বিতীয়ার্ধের শেষদিকে রোনালদোর গোল আসে পেনাল্টি থেকে৷ ফ্লোরেন্তিনার কফিনে শেষ পেরেক পুঁতে দেন তারকা স্ট্রাইকার৷ সেই সঙ্গে নয়া এক কীর্তি ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো।

নতুন ক্লাবের জার্সিতে ইতালিয় লিগে এটি রোনালদোর দশম গোল৷ তুরিনের ক্লাবের হয়ে সিরি এ লিগে ১৪ ম্যাচে ধাপে ধাপে দুই অঙ্কের গোলসংখ্যা ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো৷ এর আগে জুভেন্টাসের হয়ে এই কীর্তি ছিল জন চালর্সের৷ ১৯৫৭-৫৮ মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে দশ গোল ছিল ওয়েলস ফুটবলারের৷

এই জয়ের ফলে চলতি মৌসুমে টানা ১৪ ম্যাচে অপরাজেয় সিরিএ’র এই দল৷ সেই সঙ্গে পয়েন্ট টেবিলে দু’নম্বরে থাকা নাপোলির সঙ্গে ১১ পয়েন্টের পার্থক্য তৈরি করে মগডালে জাঁকিয়ে বসল তুরিনের ক্লাব৷

ম্যাচের প্রথমার্ধে ১৮ গজ দূর থেকে গোলের দরজা খোলেন বেন্টাঙ্কুর৷ দিবালার সঙ্গে ওয়ান-টু খেলে ফ্লোয়ান্তিনার ডিফেন্সকে কার্যত দাঁড় করিয়ে বাঁ-পায়ে জোরালো শটে জাল কাঁপান জুভেন্টাস মিডিও৷ বিপক্ষের গোলকিপার শরীর ছুঁড়ে গোল বাঁচানোর কোনও রকম সুযোগ পাওয়ার আগেই জুভেন্টাসকে এগিয়ে দেন বেন্টাঙ্কুর৷

ম্যাচের বাকি দুই গোল এল দ্বিতিয়ার্ধে৷ ৬৯ মিনিটে গোল চিয়েলিনি’র৷ বক্সের ভিতর চিয়েলিনির স্লাইডিং শট গোলকিপারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়৷ চলতি মৌসুমে এটাই চিয়েলিনির প্রথম গোল৷ ৭৭ মিনিটে এরপর বক্সের ভিতর মান্দুকিচের বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় জুভেন্টাস৷ সহজ সুযোগে জাল কাঁপিয়ে জুভেন্টাসের হয়ে স্কোরলাইন ৩-০ করে দেন রোনালদো৷

এসএইচ-১৩/০২/১২ (স্পোর্টস ডেস্ক)