ইউরো ২০২০ বাছাইপর্বে কে কোন গ্রুপে

রোববার আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়ে গেল ২০২০ সালের ইউরো কাপের বাছাইপর্বের ড্র। ইউরোপ অঞ্চলের ৫৫টি দল ১০টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই বাছাইপর্ব। টুর্নামেন্ট শুরু হবে ২০১৯ সালের ২১ মার্চ থেকে। চলবে নভেম্বর পর্যন্ত।

দশটি গ্রুপের মধ্যে প্রথম ৫টি (এ, বি, সি, ডি, ই) গ্রুপে থাকে পাঁচটি করে দল। আর পরবর্তী ৫ গ্রুপে (এফ, জি, এইচ, আই, জে) খেলবে ৬টি করে দল।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল সরাসরি খেলবে মূল পর্বে। আর প্লে-অব থেকে নেয়ো হবে আরও চারটি দল।

ইউরো ২০২০ বাছাইপর্বের ড্র :

গ্রুপ ‘এ’ : ইংল্যান্ড, চেক রিপাবলিক, বুলগেরিয়া, মন্টেনেগ্র, কসোভো।
গ্রুপ ‘বি’ : পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ।
গ্রুপ ‘সি’ : নেদারল্যান্ডস, জার্মানি, নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ।
গ্রুপ ‘ডি’ : সুইজারল্যান্ড, ডেনমার্ক, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার।
গ্রুপ ‘ই’ : ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান।

গ্রুপ ‘এফ’ : স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফরো আইল্যান্ড, মাল্টা।
গ্রুপ ‘জি’ : পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসেডোনিয়া, লাটভিয়া।
গ্রুপ ‘এইচ’ : ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মলদোভা, এন্ডোরা।
গ্রুপ ‘আই’ : বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখাস্তান, সান ম্যারিনো।
গ্রুপ ‘জে’ : ইতালি, বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আরমেনিয়া, লিচটেন্সটেইন।

এসএইচ-২৩/০৩/১২ (স্পোর্টস ডেস্ক)