ঢাকা মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য ছিল মেহেদী হাসান মিরাজের। ১১৭ রানে নেন ১২ উইকেট। ওদিকে ২-০ ব্যবধানে জেতা সিরিজে সাকিব আল হাসান পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। বেশ বড়সড় লাফ দিয়েছেন দুজন।
ঢাকা মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষে আপডেট করা হয়েছে র্যাঙ্কিং। যেখানে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উপরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমান ১৬তম স্থানে অবস্থান তার। যা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। অন্যদিকে সাকিব আল হাসান মিরপুরে ৮০ রানের ইনিংসের সুবাদে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে উঠে এসেছেন। সাত ধাপ এগিয়েছেন টাইগার অধিনায়ক।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উপরে উঠে এসেছেন ১৩৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি। তবে দুই ধাপ নিচে নেমে গেছেন মুমিনুল হক। ২৬তম স্থানে আছেন তিনি। সাত ধাপ নিচে নেমে ২৮তম স্থানে আছেন মুশফিকুর রহীম।
ক্যারিবীয়দের মধ্যে ব্যাটিংয়ে শিমরন হেটমায়ার ও বোলিংয়ে জোমেল ওয়ারিকান উপরে উঠে এসেছেন। মিরপুরে প্রথম ইনিংসে ৩৯ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৯৩ রানের ইনিংস খেলেন হেটমায়ার। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এখন ক্যারিয়ার সেরা অবস্থান তার। ২৮ ধাপ উপরে উঠে ৫২তম স্থানে অবস্থান করছেন তিনি। ওদিকে বোলারদের মধ্যে ওয়ারিকান দুই ধাপ উপরে উঠে ৬৯তম স্থানে অবস্থান করছেন। বাকীদের বেশিরভাগই র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষে কাগিসো রাবাদা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান।
এসএইচ-২৪/০৩/১২ (স্পোর্টস ডেস্ক)