ব্যালন ডি’অর মদ্রিচের হাতেই উঠল

বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, এবার ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে লুকা মদ্রিচের হাতে। ফরাসি গণমাধ্যমগুলো একপ্রকার নিশ্চিত করেই বলছিল তা। অবশেষে গুঞ্জনই সত্যি হল। ব্যালন ডি’অরে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর যৌথ রাজত্বের অবসান ঘটল। দীর্ঘ এক দশক পর এ দুই কিংবদন্তীর বাইরে কোন ফুটবলার জিতল ব্যালন ডি’অর। রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচের হাতেই উঠল ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারটি।

মেসি-রোনালদোর বাইরে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাকা। সেটি ২০০৭ সালের কথা। তারপর থেকে গত দশ বছরের পুরস্কার হাত বদল হয়েছে মেসি ও রোনালদো মধ্যে। দুই জনই রেকর্ড ৫ বার করে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর দেওয়া পুরস্কারটি জিতেছেন।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পারিসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৮ সালের বর্ষসেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। রোনালদো ও আঁতোয়া গ্রিজমানকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের এই তারকা।

চলতি বছর ফুটবলের বর্ষসেরা সবক’টি পুরস্কারই নিজের করে নিয়েছেন মদ্রিচ। অগাস্টে নির্বাচিত হন উয়েফার বর্ষসেরা ফুটবলার। পরের মাসে জেতেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’।

ফুটবল মাঠে চলতি বছর মদ্রিচের অর্জনও কম নয়। গত মৌসুমে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে রিয়ালের টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদ্রিচের। মাদ্রিদের ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জেতেন তিনি। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন মদ্রিচ। জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

সেরা ত্রিশ :

প্রথম : লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)

দ্বিতীয় : ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/জুভেন্তাস, পর্তুগাল)

তৃতীয় : অঁতোয়া গ্রিজমান (আথলেতিকো মাদ্রিদ, ফ্রান্স)

চতুর্থ : কিলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স)

পঞ্চম : লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)

ষষ্ঠ : মোহামেদ সালাহ (লিভারপুল, মিশর)

সপ্তম : রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)

অষ্টম : ইডেন হ্যাজার্ড (চেলসি, বেলজিয়াম)

নবম : কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)

দশম : হ্যারি কেইন (টটেনহ্যাম হটম্পার, ইংল্যান্ড)

একাদশ : এনগোলো কান্তে (চেলসি, ফ্রান্স)

দ্বাদশ : নেইমার (পিএসজি, ব্রাজিল)

ত্রয়োদশ : লুইস সুয়ারেজ (বার্সেলোনা, উরুগুয়ে)

চতুর্দশ : থিবো কোর্তোয়া (চেলসি/ রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)

পঞ্চদশ : পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, ফ্রান্স)

ষোড়শ : সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি, আর্জেন্টিনা)

যৌথভাবে সপ্তদশ : করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ, ওয়েলস)

যৌথভাবে উনবিংশ : রবের্তো ফিরমিনো (লিভারপুল, ব্রাজিল), ইভান রাকিতিচ (বার্সেলোনা, ক্রোয়েশিয়া) ও সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ, স্পেন)

যৌথভাবে ২২তম : এদিনসন কাভানি (পিএসজি, উরুগুয়ে), সাদিও মানে (লিভারপুল, সেনেগাল) ও মার্সেলো (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

যৌথভাবে ২৫তম : আলিসন (রোমা/লিভারপুল, ব্রাজিল), মারিও মানজুকিচ (ইউভেন্তুস, ক্রোয়েশিয়া) ও ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ, স্লোভেনিয়া)

২৮তম : দিয়েগো গদিন (আতলেতিকো মাদ্রিদ, উরুগুয়ে)

যৌথভাবে ২৯তম : ইসকো (রিয়াল মাদ্রিদ, স্পেন) ও উগো লরিস (টটেনহ্যাম হটস্পার, ফ্রান্স)

এসএইচ-০৫/০৪/১২ (স্পোর্টস ডেস্ক)