সাকিবের সামনে মাইলফলক

আর মাএ ৬ টি উইকেট পেলেই মাশরাফির পর ২য় বাংলাদেশী হিসেবে বল হাতে ২৫০ উইকেটের মালিক হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে ২৫০ এর ঘরে পৌছে যাবে সাকিব।

ইনজুরি থেকে ফিরেই টেস্ট সিরিজে প্রথম বাংলাদেশী হিসেবে সাকিব ২০০ উইকেট পায়।

এখন ওয়ানডেতে অপেক্ষা করছে ২৫০ উইকেটের মাইলফলক। অবশ্য ইনজুরি না থাকলে এই রেকর্ডের জন্য এতসময় অপেক্ষা করতে হতো না টাইগার কাপ্তান সাকিবের।

ওয়ানডেতে সাকিবের উইকেট এখন ২৪৪ টি।

একনজরে সাকিব আল হাসানের ওয়ানডে বোলিং ক্যারিয়ারঃ

ম্যাচঃ ১৯২ টি ইনিংসঃ ১৮৯ টি মেইডেনঃ ৮২ ওভার উইকেটঃ ২৪৪ টি এভারেজঃ ২৯.৬৩ ইকোনমিঃ ৪.৪৬ ৪ উইকেটঃ ৮ বার ৫ উইকেটঃ ১ বার বেস্ট বোলিং ফিগারঃ ৪৭ রানে ৫ উইকেট ।

এসএইচ-১০/০৫/১২ (স্পোর্টস ডেস্ক)