কোহলি ফোবস তালিকায় ‘সেকেন্ড বয়’

বাইশ গজে ব্যাটিং দাপটের মতোই অর্থ ভান্ডারও ক্রমশ বেড়ে চলেছে বিরাট কোহলির৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগের দিন ফোবস তালিকায় ১০০ জন ভারতীয় সেলিব্রিটির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷ এক নম্বরে রয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান৷

বার্ষিক আয়ের ভিত্তিতে পাঁচ নম্বরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ আর ৯ নম্বরে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার৷ প্রথম ১০-এ বিরাট, ধোনি ও শচিন ছাড়া জায়গা হয়নি কোনও ক্রীড়াবিদের৷ ২০১৮ বিরাটের আয় ২২৮.০৯ কোটি৷ দু’ নম্বরে রয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ বিরাটের থেকে অবশ্য বেশি আয় করে এক নম্বরে রয়েছেন সালমান৷ বলিউড তারকার চলতি বছরে বার্ষিক আয় ২৫৩.২৫ কোটি৷

দু-দু’টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্যাপ্টেন ধোনির চলতি বছর আয় ১০১.৭৭ কোটি টাকা৷ ভারতীয় দলের নেতৃত্ব হারানো এবং সম্প্রতি টি-২০ দল থেকে বাদ পড়লেও এখনও ব্র্যান্ড ভ্যালু বিশেষ কমেনি ধোনির৷ আর পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানো শচিনের আয় ৮০ কোটি৷ বাইশ গজে কেরামতি এখন আর দেখা না-গেলেও ব্র্যান্ড ভ্যালুতে এখনও অন্যদের টক্কর দিচ্ছেন লিটল মাস্টার৷

বিশ্বক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্র্যান্ড বিরাট৷ ভারত অধিনায়কের ব্যাটে রানের মতোই ক্রমশ ব্র্যান্ড ভ্যালু বাড়ছে কোহলি৷ ইতিমধ্যেই ওয়ান ডে ক্রিকেটে ৩৮টি শতরানের মালিক বিরাট শচিনের পিছনে ধাওয়া করছেন৷ শচিনের ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা ৫১টি৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি৷ গত বছর থেকে ধারাবাহিকভাবে রান করে চলেছেন বিরাট৷ চলতি বছরে ১০টি টেস্টে বিরাটের রান ১০৫৯ এবং ২৬টি ওয়ান ডে ম্যাচে ১৪৬০ ও ১০টি টি-২০ ম্যাচে ২৯৯ রান করেছন ভারত অধিনায়ক৷

বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড ওভালে টেস্ট খেলতে নামছে ভারত৷ অ্যাডিলেডে মাত্র ৮ রান করলেই অস্ট্রেলিয়ার মাটিতে এক হাজার রানের মাইলস্টোন ছুঁবেন কোহলি৷ ৮টি টেস্টে এখনও পর্যন্ত ৯৯২ রান করেছেন বিরাট৷ অস্ট্রেলিয়ার মাটিতে ১০০০ রানের মাইলস্টোন টপকেছেন শচিন, দ্রাবিড় ও লক্ষ্ণণ৷ এটি বিরাটের তৃতীয় অস্ট্রেলিয়া সফর৷ ২০১২ ও ২০১৪ দু’বার চারটি করে আটটি টেস্ট খেলেছেন দিল্লির এই ডানহাতি ব্যাটসম্যান৷ করেছেন ৫টি সেঞ্চুরি৷ গড় ৬২৷ শেষবার অর্থাৎ ২০১৪-১৫ মৌসুমে চারটি সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে৷ অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সর্বোচ্চ টেস্ট স্কোর ১৬৯৷

এসএইচ-০৭/০৬/১২ (স্পোর্টস ডেস্ক)