টাইগারদের আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ শুরু মে মাসে

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের আগে আয়ারল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে ঠিক কবে নাগাদ সিরিজটি শুরু হবে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না।

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে সেদেশের ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী বছরের ৫ মে শুরু হবে এই টুর্নামেন্টটি। যার সবকটি ম্যাচ হবে ডাবলিনের দুই মাঠ ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব ও ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে। মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আয়োজন করা হয়েছে টুর্নামেন্টটি।

সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তার থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ মে। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হবে ৯ মে। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে।

আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজের সূচি-

৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

১৭ মে ২০১৯- ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

এসএইচ-০৬/০৭/১২ (স্পোর্টস ডেস্ক)