রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে নিজের ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
এ নিয়ে মাশরাফি বলেন, এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা। এইদিক থেকে ভালো লাগছে যে, ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে।
যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছ। অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে।
কিন্তু রোববার ম্যাচের চেয়ে গুরুত্ব আর কিছু হতে পারে না। এটা ভেবে খেলার সুযোগ নেই। কাল ম্যাচটা গুরুত্বপূর্ণ, যেটাতে আমাদের জিততে হবে।
এসএইচ-১২/০৮/১২ (স্পোর্টস ডেস্ক)