মঙ্গলবার ঢাকা মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু ম্যাচটি।
রোববার সিরিজের প্রথম ওয়ানডেটি জিতে এরই মধ্যে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে স্বাগতিকরা।
অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের।
বাংলাদেশ দলে কোন পরিবর্তন আসেনি। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই নামবেন মাশরাফিরা। এই ম্যাচটি বাংলাদেশ ক্রিকেটের পাঁচ সারথি—মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাইলফলকের ম্যাচ। এ ম্যাচের মধ্য দিয়ে একসাথে আন্তর্জাতিক ম্যাচ খেলার সেঞ্চুরি পূর্ণ করবেন তারা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
এসএইচ-০২/১১/১২ (স্পোর্টস ডেস্ক)