বাইশ গজে না থাকলেও বরাবরই শিরোনামে থাকতে পছন্দ করেন তিনি। শুধুমাত্র ক্রিকেট নয়, সব খেলাকেই তিনি সমান গুরুত্ব দিয়ে এসেছেন সবসময়। ছেলেবেলায় ফুটবলের প্রতি প্রাক্তন ভারত অধিনায়কের ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয়।
পাঁচ দিনের ক্রিকেট ছেড়েছেন কয়েকবছর আগে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না। ডাক পাননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও।
তাই ভারতীয় দল যখন ব্যস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পারমুটেশন-কম্বিনেশন নিয়ে, তখন দেশে বসে অবসর সময় যাপন করছেন মহেন্দ্র সিং ধোনি। আর অবসরেই এবার র্যাকেট হাতে মাহি নেমে পড়লেন টেনিস কোর্টে। মঙ্গলবার হোমটাউন রাঁচিতে খাড়খন্ড রাজ্য ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টেনিস কোর্টে র্যাকেট হাতে ধরা দিলেন ধোনি।
দু’দিন আগে মেয়ে জিভার সঙ্গে তামিল ও ভোজপুরি ভাষায় ধোনির বাক্যালাপ রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। মঙ্গলবার টেনিস কোর্টে মাহিকে দেখা যেতেই যথারীতি শোরগোল শুরু হয়ে যায় তার অনুরাগীদের মধ্যে। চলে ফটোসেশনের পালা। র্যাকেট হাতে ধোনির ছবি মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়ায় নেটিজেনদের কাছে।
ধোনিকে ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে ভারত। কিন্তু ২০১৫ শেষবার মাহির নেতৃত্বে অস্ট্রলিয়ার মাটিতে তাদের ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছিল টিম ইন্ডিয়া।
ধোনির পরিবর্ত হিসেবে উইকেটের পিছনে দায়িত্ব সামলানো ঋষভ পন্তও একেবারেই ব্যর্থ টি-টোয়েন্টি সিরিজে। তাই ধোনিকে ছাড়া ভারতের সিরিজ কতটা যুক্তিযুক্ত হল, প্রশ্ন থাকছেই।
এসএইচ-১৩/১২১/১২ (স্পোর্টস ডেস্ক)