কোহলিকে চ্যাপেলের পরামর্শ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডের প্রথম টেস্টে দুরন্ত জয়ের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটমহলেই শুধু নয়, বিশ্বক্রিকেটেও বাড়তি আগ্রহ জন্ম নিয়েছে। এরই মধ্যে অস্ট্রেলীয় কিংবদন্তী ইয়ান চ্যাপেল কোহলির অধিনায়কত্বের একটি বিশেষ দিকে আলো ফেললেন।

সম্প্রতি ক্রিকেটমহলে বারবারই প্রবল সমালোচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক। বিপক্ষ ব্যাটসম্যানদের অহেতুক খুচরা রান নিতে দেওয়ার প্রবণতাই এর কারণ।

এরই পাশাপাশি সময়ে-সময়ে বোলার বদলের ক্ষেত্রে কোহলির ত্রুটিও নজর এড়ায়নি ক্রিকেটপন্ডিতদের। ইয়ান চ্যাপেল অবশ্য বলছেন, এই ক্ষেত্রে একা কোহলিকে কাঠগড়ায় তোলা অনুচিত।

একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক ইয়ান বলেন, “কোহলিকে যথেষ্ট ভাল অধিনায়ক বলেই মনে করি আমি। তবে, এখনকার অন্য অনেক অধিনায়কের মতোই ও একটু দূরে ফিল্ড সাজাতে অভ্যস্ত।

ব্যাটসম্যানরা সেই জন্যই সিঙ্গলস নেওয়ার সুযোগ পেয়ে যায়। এটাও মাথায় রাখা উচিত যে, ইনিংসের শুরুর দিকেই যদি বিপক্ষ ব্যাটসম্যানরা বেশি খুচরা রান নিয়ে ফেলে তাহলে পরের দিকে তার মাসুল পেতে হতেই পারে।”

এসএইচ-০৪/১৩/১২ (স্পোর্টস ডেস্ক)