তীর একবার নিক্ষিপ্ত হলে তা আর ফেরে না। একইভাবে মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলেও তা আর ফিরিয়ে নেওয়া যায় না। মুখ ফসকেই হোক আর যেভাবেই হোক, কথা একবার ওষ্ঠবন্ধনী থেকে বেরিয়ে গেলে তা আর কোনও ভাবেই ফিরিয়ে নেওয়া যায় না।
আর সেটা যদি হয় লাইভ সম্প্রচারে, তা হলে আর দেখতে হবে না! তা নিয়ে চর্চা হবে, ঠাট্টা হবে, সমালোচনা হবে। কেউ আটকাতে পারবে না।
ফক্স ক্রিকেটের তারকা সঞ্চালিকা নেরোলি মেডোসের কথাই ভাবুন। অ্যাডিলেড টেস্টে ভারতের জয়ের পর ঋষভ পান্থকে ক্যামেরায় ধরেছেন নেরোলি। মাত্র ছয় নম্বর টেস্ট খেলেই ১১ ক্যাচের কীর্তি গড়ে ফেলেছেন ঋষভ।
তরুণ উইকেটকিপারকে ‘সিক্স’ টেস্ট বলতে গিয়ে নেরোলি বলে ফেললেন ‘সেক্স’। ব্যস! সেই ভিডিও টুইটারে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হতে সময় লাগেনি মোটেও! এর ফলে হাসির পাত্রীও হতে হয়েছে তারকা সঞ্চালিকাকে।
প্রসঙ্গত, এটা ঋষভের প্রথম অস্ট্রেলিয়া সফর। ব্যাটে এখনও সেরকম কিছুই কর উঠতে পারেননি ঠিকই, কিন্তু তিনি চর্চায় আছেন। সে বাঁ হাতের ক্যাচ ডান হাতে ধরতে গিয়ে ক্যাচ ফসকানোই হোক কিংবা প্যাট কামিন্সকে স্লেজ করেই হোক, ঋষভ পন্থ শিরোনামে আছেন। এবারও তিনি শিরোনামে, তবে সেটা নিজের কারণে নয়। সৌজন্যে ক্রিকেট সঞ্চালিকা নেরোলি মেডোস।
এসএইচ-০৯/১৩/১২ (স্পোর্টস ডেস্ক)