পাকিস্তানে ২০২০ এশিয়া কাপ

২০২০ সালের এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের স্বত্ব পেয়েছে পাকিস্তান। সেই টুর্নামেন্ট কোথায় হবে, তা ঠিক করবে পাকিস্তানই।

বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বোর্ড সভায় শেষে এ তথ্য জানানো হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান এসিসির সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটাই সংস্থাটির প্রথম বোর্ড সভা।

ওয়ানডে ফরম্যাটের সর্বশেষ এশিয়া কাপ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। যদিও শুরুতে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারত-পাকিস্তান টানাপোড়েনের কারণে ভারতীয় বোর্ড শেষ পর্যন্ত আরব আমিরাতকে আয়োজনের ভার দেয়।

২০২০ সালের অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে তাই টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। পাকিস্তানে হলে ভারত সেখানে যাবে না। পাকিস্তান হয়তো তখন তাদের ‘হোম ভেন্যু’ আরব আমিরাতকে আয়োজনের ভার দিতে পারে।

বৃহস্পতিবার এসিসির বোর্ড সভায় নাজমুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন আইসিসির সদ্য বিদায়ী সভাপতি ও পিসিবি সভাপতি এহসান মনি, বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী, এসিসির সহ-সভাপতি কে. এইচ. ইমরানসহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এসএইচ-০৯/১৩/১২ (স্পোর্টস ডেস্ক)