টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ।

একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফেরে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ।

দুই দলের যে-ই আজ জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।

সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচ জিতে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারনী ম্যাচে।

বাংলাদেশের একাদশে দুইটি পরিবর্তন এসেছে। ইমরুল কায়েসের জায়গায় এসেছেন মোহাম্মদ মিঠুন। বাদ পড়েছেন রুবেল হোসেন। তার জায়গায় একাদশে স্থান পেয়েছেন সাইফউদ্দীন। অর্থাৎ তৃতীয় ও শেষ ওয়ানডেতেও তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশন নিয়ে মাঠে নামছেন মাশরাফি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দীন।

এসএইচ-০৩/১৪/১২ (স্পোর্টস ডেস্ক)