মা শবনমকে সঙ্গে নিয়ে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়েতে হাজির হয়েছিলেন সস্ত্রীক যুবরাজ সিং। আর সেখানে গিয়ে ক্যামেরা সামনে আসতেই অস্বস্তি শুরু হয় হেজেলের। আর তখন থেকেই শুরু হয় গুঞ্জন। শুরু হয় জোর জল্পনাও।
কিন্তু নিজেরা এবিষয়ে কোনওরকম মন্তব্য করেননি। যদিও সমস্ত নীরবতা ভেঙে এবার নিজেই সুখবরটা দিলেন যুবরাজ সিং। জানালেন শিগগিরই নতুন অতিথি আসছে তাঁদের সংসারে। বাবা হতে চলেছেন যুবি।
২০১৬ সালের ৩০ নভেম্বর বলিউড অভিনেত্রী হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ সিং। পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় শিখ রীতিতে হেজেলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যুবি।
বিয়ের পর গোয়ায় ‘বিচ পার্টির’ আয়োজন করেন যুবরাজ–হেজেল। ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা সেখানে হাজির ছিলেন। এসেছিলেন বিরাট–অনুষ্কাও।
দু’দিন আগেই যুবরাজের জন্মদিনে সম্প্রতি তাঁকে শুভেচ্ছা জানান স্ত্রী হেজেল কিচ। যুবরাজ তাঁর জীবন সম্পূর্ণ করেছেন বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন বলিউড অভিনেত্রী। আর জন্মদিনের পরপরই সুখবরটা দিলেন যুবরাজ।
এসএইচ-০৬/১৪/১২ (স্পোর্টস ডেস্ক)