মাশরাফি ছাড়িয়ে গেলেন হাবিবুলকে

রেকর্ডটি মাশরাফি বিন মুর্তজা নিজের করে নেবে এটা নিশ্চিতই ছিল। বাকী ছিল শুধু আনুষ্ঠানিকতা। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস করতে নেমেই তা নিশ্চিত করে ফেললেন তিনি।

হাবিবুল বাশার সুমনকে ছাড়িয়ে মাশরাফি এখন বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অধিনায়ক।

হাবিবুল বাশার সুমন বাংলাদেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই রেকর্ড ছুঁয়েছিলেন মাশরাফি। আর শুক্রবার তাকে ছাড়িয়ে বাংলাদেশকে সর্বোচ্চ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড একক ভাবে নিজের করে নিলেন। অধিনায়ক হিসেবে এটি মাশরাফির ৭০তম ম্যাচ।

হাবিবুলের অধিনায়কত্বে ৪৯ ম্যাচের ২৯টিতে জিতেছিল বাংলাদেশ, হেরেছিল ৪০টি ম্যাচ। মাশরাফির নেতৃত্বে ৬৯ ম্যাচের ৩৯টিতেই জিতেছে বাংলাদেশ। হার ২৮ ম্যাচে।

এদিকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ওয়ানডের অভিষেক হচ্ছে আজ। সিরিজ নির্ধারনী এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ফলে মাশরাফির সামনে সুযোগ নিজের রেকর্ডের দিনটিকে জয় দিয়ে রাঙিয়ে নেওয়াও। একই সাথে বাংলাদেশকে সিরিজ উপহার দেওয়ার।

এসএইচ-০৭/১৪/১২ (স্পোর্টস ডেস্ক)