মালিঙ্গার কাঁধে ওয়ানডে, টি-টোয়েন্টির দায়িত্ব

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। এক বছর জাতীয় দলে ব্রাত্য থাকা মালিঙ্গা গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ইভেন্টে ফিরেছিলেন।

নতুনভাবে ফেরার গল্প লেখার তিন মাস পার না হতেই আবারো জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেলেন তিনি। আসন্ন দুটি সিরিজে মালিঙ্গার ডেপুটি করা হয়েছে নিরোশান ডিকওয়েলাকে।

গত ইংল্যান্ড সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। সেই সফরে টি-টোয়েন্টির দলপতি ছিলেন থিসারা পেরেরা। এবার দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে মালিঙ্গাকে।

নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। এরপর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কান স্কোয়াড:
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন গুনাথিলাকা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাকসান সান্দাকান, সেকুজে প্রসন্ন, দুশমন্ত চামিরা, কুশন রাজিথা, নুয়ান প্রদীপ এবং লাহিরু কুমারা।

এসএইচ-১৮/১৪/১২ (স্পোর্টস ডেস্ক)