বাংলাদেশের টি-টুয়েন্টি দল ঘোষণা

সিলেটে চলছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরই মধ্যে শুক্রবার টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার থেকে শুরু ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

টি-টুয়েন্টি সিরিজে বড় কোন পরিবর্তন আনেনে বাংলাদেশ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ গেছেন তিন জন। এরা হলেন— সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহি।

দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও পেস অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন।

সিরিজের প্রথম টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে সিলেটেই। পরের দুইটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

টি-টুয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাঈফউদ্দীন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

এসএইচ-২০/১৪/১২ (স্পোর্টস ডেস্ক)