বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফুটবল মাঠের পারফরমেন্স ছাড়াও বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও ফুটবল বিশ্বের নাজর এখন এই তারকার দিকে। কর ফাঁকি মামলায় আদালতে হাজির হতেই হচ্ছে রোনালদোকে।
স্পেন ছাড়ার আগে কর ফাঁকি মামলায় আইনজীবীর মাধ্যমে সবটুকু জরিমানা পরিশোধ করেছিলেন রোনালদো। তবে সশরীরে উপস্থিত না হওয়ায় সেটা আবারও বাঁধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে জুভেন্টাসে থাকা মহাতারকার জীবনে।
রিয়াল মাদ্রিদে থাকতে ট্যাক্স ফাঁকির অপরাধে দুই বছর জেল হয় রোনালদোর। জেল এড়াতে ১৪.৭ মিলিয়ন ইউরো জরিমানার পুরোটাই পরিশোধ করেন পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপের কারণে রাশিয়ায় ছিলেন বলে আইনজীবী হোসে আন্তোনিওর মাধ্যমে জরিমানা জমা দেন স্পেনের কোষাগারে।
তবে স্পেনের আদালতের নিয়ম অনুযায়ী জরিমানা পরিশোধের সময় সশরীরে হাজির থাকতে হয় পরিশোধকারীকে। রোনালদো সেসময় আদালতে হাজির না থাকায় অবমাননা হয়েছে বলে মনে করেন স্পেনের আদালত।
আগামী বছরের ১৪ জানুয়ারির মধ্যে তাই রোনালদোকে হাজিরা দিতে আদেশ দিয়েছেন আদালত। নয়তো আদালত অবমাননার মামলায় ফাঁসবেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার।
তবে বিকল্প পথও আছে। রিয়ালেরই আরেক পর্তুগিজ সাবেক ফ্যাবিও কোয়েন্টারো একই ধরনের মামলায় আদালতে হাজির হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। রোনালদোর আইনজীবী চেষ্টা করছেন একই উপায়ে পরিস্থিতি সামলাতে।
এসএইচ-০৯/১৫/১২ (স্পোর্টস ডেস্ক)