বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের এই দলে ফিরেছেন গত ভারত সফরের দল থেকে বাদ পড়া মারকুটে ওপেনার এভিন লুইস। তবে বাদ পড়েছেন দেশটির তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড।
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজদের নেতৃত্বে থাকবেন কার্লোস ব্র্যাথওয়েট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ১৭ ডিসেম্বর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের পর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়েন অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খ্যারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শাই হোপ, শেরফানে রাদারফোর্ড, শেলডন কোট্রেল, ওশানে টমাস।
এসএইচ-১৮/১৫/১২ (স্পোর্টস ডেস্ক)