টি-টুয়েন্টির প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

সোমবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ। অনুশীলনের সময় চোট পেয়েছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সিলেটে ব্যাটিং অনুশীলনের সময় একটি ডেলিভারি এসে আঘাত হানে সাকিবের পায়ের নিচের। সাথে সাথে ড্রেসিংরুমে চলে যান তিনি।

সাকিবের ইনজুরির বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। তবে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের বাম পায়ের দ্বিতীয় আঙ্গুলে বল লেগেছে। ড্রেসিং রুমে বরফ দেওয়া হচ্ছে তাকে।

সাকিব সোমবার প্রথম টি-টুয়েন্টি খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। বিসিবি সূত্র জানিয়েছে, ফিজিওর কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছর ইনজুরি বেশ ভুগিয়েছে সাকিবকে। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে। আঙুলে চোট পান তিনি। এই চোট নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়া কাপে খেলতে গিয়েছিলেন বিশ্বসেরা এই অল রাউন্ডার।

এসএইচ-০৪/১৬/১২ (স্পোর্টস ডেস্ক)