দক্ষিণ আফ্রিকায় দলের টেস্ট সিরিজ জয়ের ‘ভালো সম্ভাবনা’ আছে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ মিকি আর্থার।
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ। ৩ টেস্ট, ৫ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন আর্থার।
টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও তার দল ভালো একটা শুরুর মাধ্যমে প্রোটিয়াদের বিপক্ষে আপসেট ঘটাতে পারে মনে করছেন পাকিস্তান কোচ।
আর্থার বলেন, ‘আমাদের তারুণ্য নির্ভর চমৎকার একটি দল আছে। যারা দলগতভাবে ভালো করতে পারে।
সাদা বলে আমরা অবিশ্বাস্য রকমের ভালো খেলছি। ৫০ ওভারের ক্রিকেটও দলটি দারুণ। টি-টোয়েন্টিতে আমরা ব্যতিক্রমধর্মী পারফরমেন্স করছি। দলটি তরুণ তবে অসাধারণ।
এসএইচ-০৯/১৬/১২ (স্পোর্টস ডেস্ক)