লুসেল স্টেডিয়ামেই হবে ২০২২-এর বিশ্বকাপ ফাইনাল

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের ফাইনাল হবে যে স্টেডিয়ামে তার ছবি প্রকাশিত হল গত শনিবার। এই প্রথম মধ্য এশিয়ার কোনও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

এই লুসেল স্টেডিয়ামের নকশা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি ও রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিয়ো গুতেরেস।

বিশ্বকাপ ফাইনালের জন্য স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে লুসেল শহরে। লুসেল কাতারের রাজধানী দোহা থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই স্টেডিয়ামে এক সঙ্গে ৮০ হাজার লোক বসে খেলা দেখতে পারবেন। এটি তৈরির খরচ ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি মার্কিন ডলার।

বিশ্বকাপের সময় এ ভাবেই সেজে উঠবে লুসেল স্টেডিয়ামের আশপাশ। ছবি এএফপির সৌজন্যে।

এই স্টেডিয়ামের নকশা প্রকাশ অনুষ্ঠানকে ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসাবে উল্লেখ করেছেন কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল তাওয়াদি। তিনি জানিয়েছেন,এটিকে দেশের সেরা স্টেডিয়াম হিসাবে গড়ে তোলা হচ্ছে।

এই স্টেডিয়ামটি বানাতে কাতারকে প্রযুক্তিগত সহায়তা করেছে চিন। ২০২০ সালের মধ্যে এই স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন আয়োজকরা।

এসএইচ-১৪/১৭/১২ (স্পোর্টস ডেস্ক)