আইপিএল নিলাম যেন ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য আলাদিনের জাদুর চেরাগ। প্রতি বছরই কোনো না কোন তরুণকে জিরো থেকে বানিয়ে দিচ্ছে হিরো। শূন্য থেকে এক লাফে বানিয়ে দিচ্ছে কোটিপতি। এবারের নিলামে জাদুরে চেরাগের সেই ঘষাটা পেলেন প্রয়াস রায় বর্মণ। পশ্চিমবঙ্গের তরুণ শূন্য থেকে বনে গেলেন কোটিপতি! গড়লেন আইপিএলের সবচেয়ে কম বয়সী কোটিপতির রেকর্ড!
তরুণ না বলে প্রয়াসকে আসলে কিশোর বলাই ভালো। বয়স যে মাত্রই ১৬ বছর ৫৪ দিন! এই কিশোর স্পিনারকেই দেড় কোটি রুপিতে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধু টাকার পাহাড়ে বসানোই নয়। অর্থ-বিত্তের পাশাপাশি আইপিএল নিলাম প্রয়াস রায় বর্মণকে দেশ ভারতের গণ্ডি পেরিয়ে এনে দিল বিশ্ব পরিচিতি। আজকের আগে এই কিশরোকে পশ্চিমবঙ্গ তথা ভারতের বাইরে কেই বা চিনত!
এ বছরই বিজয় হাজারে অভিষেক তার। তবে স্পিন ভেল্কিতে অভিষেক বছরেই বাজিমতা করেছেন। বিজয় হাজারে ট্রফিতে ৯ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। উজ্জীবিত সেই পারফরম্যান্সই প্রয়াসকে আইপিএল দলগুলোর নজরে তুলে আনে। তবে এতোটা উুঁচ দামে বিক্রি হবেন, সেটা কল্পনাও করা যায়নি। তার ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। সেখান থেকে বেঙ্গালুরু তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে প্রায় দলে ভিড়িয়েই ফেলেছিল।
ঠিক শেষ মুহূর্তে তাদের পথে বাগড়া দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। এই কিশোরকে নিয়ে বেঙ্গালুরু ও পাঞ্জাবের মধ্যে এক রকম যুদ্ধই শুরু হয়ে যায়। তবে সেই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী বেঙ্গালুরুই। যদিও লড়াইয়ে জিততে ৩০ লাখ রুপি বেশি গুণতে হচ্ছে তাদের। যার পুরোটাই লাভ হয়েছে প্রয়াস রায় বর্মণের।
তবে কোটি টাকার বাণ্ডিল নয়, প্রয়াস বেশি খুশি ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করতে পারবেন ভেবে! নিলাম সুসংবাদের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেই বলেছেন, ‘ভারতের সব তরুণ ক্রিকেটারের কাছেই বিরাট কোহলি আদর্শ। তার সঙ্গে ছবি তোলা আমার অনেক দিনের স্বপ্ন। কিন্তু কখনো পারিনি। এখন সরাসরিই আমার এই আদর্শ ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করব, এটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। কোহলি ও ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের সঙ্গে প্রতিদিন অনুশীলন করতে পারাটা হবে আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। শেখার বড় মাধ্যমও হবে এটা।’
প্রয়াসের মতো তার বাবাও টাকার কথা ভাবছেন না। তার বাবা কৌশিক রায় বর্মণ পেশায় চিকিৎসক। খুশির সংবাদ পেয়ে তিনি ছেলেকে তাড়না দিয়েছেন টাকার কথা না ভেবে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখার জন্য। নিলঅম সুসংবাদের পর তার বাবাই তাকে প্রথম ফোনটি দেন। প্রয়াস বলেছেন, ‘বাবা আমাকে বলেছেন, দেশের হয়ে খেলতে পারাটাই হবে তোমার আসল অর্জন। টাকা-পয়সা নিয়ে একদমই ভাববে না।’
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার প্রয়াসের বোলিং আদর্শ অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। তবে ওয়ার্ন নয়, তার বোলিংয়ে ভারতীয়রা দেখছেন অনিল কুম্বলের ছায়া! ওয়ার্নের মতো টার্ন নয়, কুম্বলের মতো নিখূঁত লাইন-লেন্থ ধরে রেখে কিছু জোরে বল করতেই বেশি পছন্দ। ফলে ভারতের অনেকেই তাকে ‘ভবিষ্যতের অনিল কুম্বলে’ মনে করছেন।
দেশবাসীর সেই ভবিষ্যদ্বাণী কতটা পূরণ করতে পারবেন, সেটা অনেক পরের কথা। তবে ক্যারিয়ারের শুরুতেই পেয়ে গেলেন অর্থের প্রাচুর্য আর বিশ্বজোড়া পরিচিতি।
এসএইচ-০৯/১৯/১৮ (স্পোর্টস ডেস্ক)