বড়দিনের উৎসবে বাড়ি ফিরছেন মেসি-সুয়ারেজরা

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে জিতে দারুণ জয়ে বছর শেষ করেছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সা খেলোয়াড়রা এখন বড়দিনের উৎসবে যোগ দিতে বাড়ি ফিরছেন। তাদের মধ্যে দলের সেরা তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে রয়েছেন উসমান দেম্বেলেও।

মেসি ও উসমান দেম্বেলের গোলে লিগে শেষ ম্যাচে সেল্টাকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। দলকে জয় উপহার দেওয়ার পর শনিবার রাতে স্পেন ছাড়তে দেখা গেছে বার্সার তারকা খেলোয়াড়দের।

পরিবারের সঙ্গে যোগদিতে বিমানবন্দরে দেখা গেছে বার্সা আক্রমন ত্রয়ী মেসি-সুয়ারেজ-দেম্বেলেকে।

আগামী ৬ জানুয়ারির আগে কোনো ম্যাচ নেই বার্সেলোনার। তাই নতুন বছরের উৎসব ও ক্রিসমাসের জন্য দারুণ কিছু সময় পাচ্ছে কাতালান ক্লাবটির খেলোয়াড়রা। লিগে আগামী বছরের প্রথম ম্যাচে গেটাফের মুখোমুখি হবে নু ক্যাম্পের ক্লাবটি।

স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় বার্সেলোনা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রিয়াল মাদ্রিদ।

এসএইচ-২০/২৪/১৮ (স্পোর্টস ডেস্ক)