মাঠে অজি ক্যাপ্টেনের স্লেজিং আর গ্যালারিতে অজি সমর্থকের বর্ণবৈষম্যমূলক মন্তব্য৷ বক্সিং ডে টেস্টে ভারতীয়দের দুরন্ত পারফরম্যান্সের ফলশ্রুতি এটাই৷ মেলেবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার সামনে হারের ভ্রুকুটি৷ এ অবস্থায় এমসিজি’র দর্শকদের সতর্ক করল ক্রিকেট অস্ট্রেলিয়া৷
এমসিজি গ্যালারির ১৩ স্ট্যান্ড পরিচিত বর্ণবৈষম্যমুলক মন্তব্যের জন্য৷বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন এই ঘটনায় ফিরে এল নটরিয়াস ফেমাস বে ১৩ স্ট্যান্ডে৷ এমসিজি’র গ্রেট সাদার্ন স্ট্যান্ড থেকে ভারতীয় ক্রিকেটারের উদ্যেশে উড়ে আসে ‘শো ইওর ভিসা’ নামক স্লোগান৷ অন্য দিক থেকে ভারত অধিনায়ককে নিয়ে শোনা যায় কটুক্তি৷ বিরাট কোহলির অবশ্য টুপি খুলে দর্শকদের অভিবাদন জানান৷
ঘটনা জানার পরই গ্যালারির ওই অংশের দর্শকদের সতর্ক করে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ একই ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রবক্তা জানিয়েছেন, ‘ভিক্টোরিয়া পুলিশ ও স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা স্টেডিয়ামের ওই অংশের দর্শকদের আচরণের দিকে নজর রাখছে৷ ইতিমধ্যেই তাদের সতর্ক করা হয়েছে৷ তাদের আচরণ সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে৷’
তবে এমনটা প্রথমবার নয়, বর্ণবৈষম্য মন্তব্যের জন্য আগেও সতর্ক হয়েছিল এমসিজি’র দর্শকরা৷ ২০০৫ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টেও একই ধরনের ঘটনা ঘটেছিল প্রোটিয়া পেসার আন্দ্রে নেলের সঙ্গে৷ তবে এদিন শুধু ভারতীয় ক্রিকেটারদেরই নয়, অজি অল-রাউন্ডার মিচেল মার্শের বিরুদ্ধেও বর্ণবৈষম্য মন্তব্য করে অজি সমর্থকরা৷
এদিকে জসপ্রীত বুমরাহের দুরন্ত বোলিংয়ের ফলে বক্সিং ডে টেস্টে চালকের আসনে ভারত৷ বুমরাহের সুইংয়ের সামনে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া৷ ২৯২ রানে এগিয়ে থেকেও অবশ্য অস্ট্রেলিয়াকে ফলো-অন করানোর সাহস দেখাননি ক্যাপ্টেন কোহলি৷ উলটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধরাশায়ী ভারত৷ তৃতীয় দিনের শেষে মাত্র ৫৪ রানে ভারতের পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরেছেন৷ অর্থাৎ ৩৪৬ রানে এগিয়ে টিম কোহলি৷ টেস্টের এখনও দু’দিন বাকি৷ সুতরাং ম্যাচের পাল্লা ভারতের দিকেই ঝুঁকে৷
এমসিজি-র ফ্ল্যাট পিচে বক্সিং ডে টেস্টের নিষ্পত্তি দিকেই এগোচ্ছে৷ প্রথম দু’দিনে ৪৫১ রানে মাত্র ৭ উইকেট পড়লেও তৃতীয় দিন ৩৬০ ডিগ্রি ঘুরে মেলবোর্নের বাইশ গজ হয় উঠে বোলার ফ্রেন্ডলি৷ শুক্রবার ম্যাচের তৃতীয় দিন পড়ে ১৫টি উইকেট৷ ১৫টি উইকেটের মধ্যে ১০টি দখল করেন জসপ্রীত বুমরাহ ও প্যাট কামিন্স৷
বুমরাহের দুরন্ত সুইংয়ে ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস৷ ক্যারিয়ারের সেরা বোলিং বুমরাহের৷ মাত্র ৩৩ রান খরচ করে অজি ইনিংসের ছ’ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখান গুজরাটের ডানহাতি পেসার৷ বুমরাহের গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন অজি ব্যাটসম্যানরা৷
এসএইচ-০৯/২৯/১৮ (স্পোর্টস ডেস্ক)