কোহলিরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে

মেলবোর্ন টেস্ট জয়ের পর ভারতীয় শিবির আত্মবিশ্বাসে ফুটছে। ৩ জানুয়ারি থেকে সিরিজের শেষ টেস্ট শুরু হবে সিডনিতে। নতুন বছরে টিম ইন্ডিয়া ও টিম পেইন বাহিনীকে নিজের সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

সিডনির কিরিবিলি হাউসে ফটোসেশনে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে ছিলেন মরিসন। বিসিসিআই একটি টুইট করেছে।

যেখানে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা রয়েছেন ফুরফুরে মেজাজে। কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা রয়েছেন সামনের সারিতে। মধ্যমণি স্কট মরিসন।

তাঁর বাঁদিকে রয়েছে গোটা অস্ট্রেলিয়া দল। ঋষভ পন্থ, উমেশ যাদব, হার্দিক পাণ্ডিয়ারা এসেছিলেন টিম ইন্ডিয়ার ব্লু–ব্লেজারে। বাকিরা ছিলেন একই পোশাকে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এসেছিলেন টি–শার্ট পরে। পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হার্দিক পাণ্ডিয়া এবং উমেশ যাদব। বিসিসিআই ছবি পোস্ট করার পর লিখেছে, ‘‌অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া দল। চলছে ফটোসেশন।’‌

এসএইচ-০৪/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)