বৃষ্টিকে স্টাম্পড করে ধোনির ব্যাটিং ভাইরাল (ভিডিও)

বাইরে বৃষ্টি হচ্ছে তাতে কি৷ বৃষ্টিকে বৃদ্ধাআঙুল দেখিয়ে ব্যাট হাতে নিয়ে ইন্ডোরে ঘাম ঝড়ানো শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি৷অনুশীলনীতে কোনও দিনই ফাঁকি দেন না তিনি৷ বয়স বেড়েছে৷ দেশের হয় দীর্ঘমেয়াদি ফর্মেট থেকে সরে দাঁড়িয়েছেন৷ বছরের বেশির ভাগ সময়টা তাই পরিবারের সঙ্গে ছুটির মেজাজে থাকেন তিনি৷ কিন্তু দুয়ারে কঠিন সিরিজ যখন কড়া নাড়ছে, তখন সেকেন্ডের জন্যও প্রস্তুতিতে খামতি রাখতে চান না মিস্টার কুল৷

প্রস্তুতিতে বৃষ্টি বাধ সাধতেই সিডনির ইন্ডোরে ছুঁটলেন মাহি৷ বৃহস্পতিবার(১০জানুয়ারি) সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ইন্ডোরের ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ধোনি৷ মহড়া সেরে নিলেন, শনি সকালে এবার সিডলদের বিরুদ্ধে স্বমহিমায় ব্যাটিং করার পালা৷

১২ জানুয়ারি সিডনি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলিদের প্রথম ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে৷ বোর্ডের পক্ষ থেকে ধোনির ইন্ডোর প্র্যাকটিসের ছবি প্রকাশ করে ক্যাপসনে লেখা হয়েছে “When it’s raining outdoors, we switch to indoors.” সোশ্যাল মিডিয়ায় মাহি ভক্তদের সোশ্যাল পেজে ইন্ডোরে ধোনির মারকাটারি ব্যাটিংয়ের ভিডিও মুহুর্তেই ভাইরাল৷

দীর্ঘ দু’মাসেরও বেশি সময় পর খেলার মধ্যে ফিরছেন ধোনি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে দেশের জার্সিতে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহে(১ নভেম্বর, ২০১৮)৷ এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না৷ টেস্ট ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন দীর্ঘদিন৷

তাই কোহলিরা অজিদের ডেরায় যখন সিরিজ জিতে সাফল্যের চূডা়য়, ফিটনেশ ধরে রাখতে নিজেকে তখন উজাড় করে দিয়েছেন হেলিকপ্টার শটের মালিক৷ ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ৷ সেই বিশ্বকাপে কোহলির দলের অন্যতম গেমচেঞ্জার মনে করা হচ্ছে ধোনিকে৷ বিশ্বকাপ শুরুর আগে ১৩টি ওয়ান ডে ম্যাচে নিজেকে পরীক্ষা করে দেওয়ার সুযোগ পাবেন মাহি৷

১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ৷ এরপর ২৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ও ২ মার্চ থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি ওয়ান ডে’তে নিজের ব্যাটিং ঝালিয়ে নিতে পারবেন প্রাক্তন বিশ্বকাপজয়ী উইকেটকিপার ব্যাটসম্যান৷

https://twitter.com/BCCI/status/1083172448508436480

এসএইচ-১৩/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)