সন্তানদের দেখভাল করতে ক্রিকেট থেকে নির্বাসনে ক্রেমার

নানা কারণেই ক্রিকেটাররা নির্বাসনে যান। এবার ক্রিকেট থেকে নির্বাসনে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। সন্তানদের দেখভাল করতেই ক্রিকেট থেকে নির্বাসনে যাচ্ছেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার।

এর আগে হাঁটুর চোটে পড়ে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে চোট সেরে ফিরলেও অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যেতে হচ্ছে তাকে।

ক্রেমারের স্ত্রী পাইলট, তাই অনেকটা সময় বিমানেই কাটাতে হয় তাকে। আর তাই আপাতত সন্তানদের দেখভালের দায়িত্ব নিজেই নিচ্ছেন ক্রেমার।

তবে ঠিক কতো দিনের জন্য বিরতিতে যাচ্ছেন সেটা নিশ্চিত করে বলেননি এই স্পিনার, ‘আমার স্ত্রীকে বেশীরভাগ সময়ই ফ্লাইটে থাকতে হয়। তাই বাচ্চাদের সার্বক্ষনিক দেখভালের দায়িত্ব আমার ওপর থাকছে। আশা করি, এই বিরতিটা সাময়িক হবে, তাই দ্রুত জিম্বাবুয়ে দলে ফিরতে পারবো বলে আশা রাখি।’

২০০৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হওয়ার পর ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশের জার্সিতে ২১১টি উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের এই স্পিনার।

এসএইচ-১০/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)