রংপুরের জয়ের জন্য দরকার ১৩৬ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে সপ্তম দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে রাজশাহী কিংস। জয়ের জন্য ১৩৬ রান করতে হবে মাশরাফির রংপুরকে।

প্রথমে টস জিতে ফিল্ডিং নিয়েছে রংপুর অধিনায়ক মাশরাফি। রোববার (১৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০টা মিনিটে। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি এবং মাছরাঙা চ্যানেল।

শুরুটা শুভ হয়নি রাজশাহীর। সূচনালগ্নেই মাশরাফি শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। ওয়ানডাউনে নামা সৌম্য সরকারকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মুমিনুল হক। তবে ধৈর্যের পরিচয় দিতে পারেননি তিনিও। ক্রিজ ছেড়ে সোহাগ গাজীকে মারতে এসে মোহাম্মদ মিথুনের স্ট্যাম্পিং হয়ে ফেরেন।

মুমিনুল ফিরলে স্থায়ী হতে পারেননি সৌম্যও। তার ঘাড়েও চেপে বসে চাপ। মাশরাফিকে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফরহাদ রেজাকে তিনি ক্যাচ দিয়ে এলে চাপে পড়ে রাজশাহী। পরে জাকির হাসানকে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মোহাম্মদ হাফিজ। দুজনের মধ্যে ভালো জুটি গড়ে উঠেছিল। ফলে চাপ কাটিয়ে উঠছিল দলটি। তবে খেই হারান হাফিজ। ২৯ বলে ১ চারে ব্যক্তিগত ২৬ করে রানআউটে কাটা পড়েন তিনি।

এ পরিস্থিতিতে ফরহাদ রেজার শিকারে পরিণত হন লরি ইভান্স। আর রায়ান টেন ডেসকাট রানআউট হলে ফের চাপে পড়ে রাজশাহী। এর মধ্যে রেজার বলির শিকার হন ইসুরু উদানা। সেই জের না কাটতেই শফিউল ইসলামের বলে ক্লিন বোল্ড হন আরাফাত সানি।

একে একে সবাই যাওয়া-আসার মধ্যে সবাই যোগ দিলেও একপ্রান্ত আগলে থেকে যান জাকির। তার ৩৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রানের লড়াকু ইনিংসে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৫ রান তুলতে সামর্থ্য হয় রাজশাহী। রংপুরের হয়ে মাশরাফি ও ফরহাদ নেন ২টি করে উইকেট।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় ও সমান পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রংপুর। আর ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ষষ্ঠ স্থানে রাজশাহী।আজ শেষ হচ্ছে পাঁচ পর্বে ভাগ করা বিপিএলের প্রথম পর্ব।মিরপুর পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রাজশাহী কিংস : মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, কামরুল ইসলাম রাব্বি, লরি ইভেনস, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, ইসুরু উদানা, আরাফাত সানি, রিয়ান টেন ডাসকাটে, মোস্তাফিজুর রহমান।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, নাহিদুল ইসলাম, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

এসএইচ-১৪/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)