প্রেস কনফারেন্সে সাংবাদিকের ঘুম ভাঙালেন কে?

ঢাকে কাঠি পড়ে গেল বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের। প্রথম রাউন্ডের ম্যাচে প্রত্যাশামতই জয় দিয়ে অভিযান শুরু করলেন ১৭ বারের গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল। তবে স্প্যানিশ তারকা নন, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে চর্চার কেন্দ্রবিন্দুতে এক সাংবাদিক স্বয়ং।

সোমবার ম্যাচ শেষে মেলবোর্নে নাদালের প্রশ্নোত্তর পর্ব চলাকালীন হঠাৎই ঘুমিয়ে পড়েন একজন সাংবাদিক। ঘটনাটি নজর এড়ায়নি স্প্যানিশ তারকার। মজার ছলেই কনফারেন্স রুমে উপস্থিত বাকি সাংবাদিকদের নজর ঘুরিয়ে দেন নাদাল। তা দেখে সহকর্মীদের হাসির রোল উঠতেই ঘুম ভাঙে ওই সাংবাদিকের। অস্ট্রেলিয়ান ওপেনের অফিসিয়াল টুইটার পেজে ভিডিওটি পোস্ট হতে তা রীতিমত ভাইরাল।

কনফারেন্স রুমে সাংবাদিকের এহেন ঘুমিয়ে যাওয়ার বিষয়টি হাসিমুখেই গ্রহন করেছেন নাদাল সহ বাকি সাংবাদিকরা। সাংবাদিক বন্ধুর ঘুমিয়ে যাওয়া প্রসঙ্গে ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নাদাল বলেন, ‘উনি হয়তো আজ আমার ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা আগ্রহী নন।’ এরপর জনৈক সাংবাদিককে উদ্দেশ্য করে নাদাল বলেন, ‘আমি জানি আপনি চোখ বন্ধ করে আমার কথার উপর মনোসংযোগ করছিলেন।’ স্বভাবতই স্প্যানিশ তারকার এমন মজার মজার মন্তব্য কনফারেন্স রুমে বাকি সাংবাদিকদের হাসির মাত্রা বাড়িয়ে দেয় আরও কয়েকগুণ।

এর আগে ওয়াইল্ড কার্ড এন্ট্রি অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা সহজেই পেরিয়ে যান রাফা। জেমস ডাকওর্থকে এদিন স্ট্রেট সেটে হারিয়ে দেন ১৭টি গ্র্যান্ডস্লামের মালিক। নাদালের পক্ষে ম্যাচের পর ৬-৪, ৬-৩, ৭-৫। পায়ের চোটের কারণে ২০১৮ বেশিরভাগ সময়টা কোর্টের বাইরেই কাটিয়েছিলেন। নতুন বছরে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচে সহজ জয় প্রসঙ্গে বলতে গিয়ে নাদাল জানান, অনেকগুলো মাস পর কোর্টে ফিরে আসা সহজ ছিল না। বিশেষ করে এমন একজন আগ্রাসী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে।’

১১ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদালের ঝুলিতে রয়েছে দুটি উইম্বলডন এবং তিনটি ইউএস ওপেন। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা মাথায় ওঠা মানেই ওপেন এরার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে নজির গড়বেন স্প্যানিশ তারকা। দুই বা ততোধিক বারের জন্য প্রত্যেকটি গ্র্যান্ডস্লামের মালিক হবেন তিনি। এখন দেখার ওপেন এরার প্রথম টেনিস প্লেয়ার হিসেবে কিংবদন্তি রয় এমারসন এবং রড লেভারের সঙ্গে একাসনে বসতে পারেন কিনা নাদাল।

এসএইচ-১১/১৫/১৯ (বিনোদন ডে্‌স্ক)