বুমবুম সাব্বির

মাঠ ও মাঠের বাইরে নানা কারণে সমালোচনায় থাকেন বাংলাদেশের ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। অনেক দিন ধরে তার ব্যাট হাসছে না। পাচ্ছিলেন না রানের দেখা।

৬ ইনিংস খেলেও করতে পারছিলেন না দলের জয়ের জন্য রান। অবশেষে রংপুর রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠলেন তিনি সেই সাথে অনেক দিন পর দেখা মিললো পুরনো সাব্বিরকে। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন এই টাইগার বুমবুম সাব্বির।

এর আগে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর শুরুর আগে সাব্বিরের ছক্কার সংখ্যা ছিল ৪৭টি। প্রথম ম্যাচে একটি, চতুর্থ ম্যাচে একটি ছক্কা মারেন তিনি। শনিবারের ম্যাচে ৬ষ্ঠ ওভারে ফরহাদ রেজার বলে তার পঞ্চাশতম বিপিএলের ছক্কা মারেন। ৫১ বলে ৮৫ রানের এই দুর্দান্ত ইনিংসে পরে আরও ৫টি ছক্কা মারেন সাব্বির।

৬১ ইনিংসে সাব্বিরের ছক্কার সংখ্যা এখন ৫৫ টি। বিপিএলে দেশি-বিদেশি মিলিয়ে তার চেয়ে বেশি ছক্কা আছে আর কেবল একজনের।মাত্র ৩১ ইনিংসে ক্রিস গেইল ১১০টি ছক্কা মেরেছেন! ৫৯ ইনিংসে ৪৬ ছক্কায় রেকর্ডের তিনে আছেন এনামুল হক। ৪৫ ছক্কা মেরেছেন মুশফিকুর রহিম (৫৮ ইনিংসে), ইমরুল কায়েস (৬০ ইনিংসে) এবং মাহমুদউল্লাহ (৬৫ ইনিংসে)।

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার কীর্তিতেও গেইলের আশেপাশে নেই কেউ। এই ক্যারিবিয়ান দানব মেরেছেন ১৮ ছক্কা, ১৪ ছক্কা, ১২ ছক্কা, ১১ ছক্কা ও ১০ ছক্কা।

এসএইচ-৩৭/১৯/১৯ (স্পোর্টস ডেস্ক)