খুলনাকে হারিয়ে শেষ চারে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪২তম ম্যাচে দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস মুখোমুখি হয়। খুলনার দেওয়া ১২৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নমাইটস। এই জয়ের ফলে শেষ চারে উঠে গেলো ঢাকা। মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০মিনিটে খেলাটি শুরু হয়।

ঢাকার হয়ে উপুল থারাঙ্গা ৪২রান ও নারাইন ৩৫ রান করেন । পঞ্চম উইকেটে দলকে জয়ী করে মাঠ ছাড়েন নুরুল হাসান (২৭*) রান এবং পোলার্ড (৯*) জুটি।

এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লা রিয়াদ। ব্যাট করতে নেমে শুরুতেই জুনায়েদ সিদ্দিকির বিদায়। পরপর ব্রেন্ডিন টেলর, ডেভিড মালান, ও মাহমুদউল্লাহ ঘরে ফেরেন দলীয় রান যখন ৫৬।

এরপর নারিনের শিকার আল আমিন। শান্ত ভালো সাপোর্ট দিতে থাকলেও সাকিবের বলে বোল্ড হয়ে ২০ বলে ২৪ রান করে ফেরেন এই ব্যাটসম্যান। তারপরই রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন তাইজুল(১২)। মাত্র এক রান করেই রান আউটে ফেরেন মিজানুর রহমান। শেষ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন ডেভিড ওয়াইস(৩০)।

ওভার শেষ হওয়ায় ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানে থেমে যায় খুলনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্লে অফে খেলার জন্য এরই মধ্যে নিজেদের নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।

এসএইচ-৩০/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)