মোবাইলে ক্রিকেট গেম খেলতে ভালোবাসেন৷ তাহলে আপনার জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির ‘সচিন’!
ফেব্রুয়ারির শুরুতে গেমিং দুনিয়ায় পা রাখল ‘Sachin Saga VR’৷ বাহারি নাম শুনে চমকাবেন না৷ ভারতীয় বাজার ধরতে এই প্রথম কোনও গেমিং সংস্থা মাল্টিপ্লেয়ার ভার্চুয়াল ক্রিকেট গেম প্রকাশ করল৷
রোববার সচিন টেন্ডুলকরের হাতেই ঝাঁ চকচকে এই গেমের আত্মপ্রকাশ হয়৷ প্রস্তুতকারক সংস্থা JetSynthesys এর দাবি মোবাইল প্ল্যাটফর্মে ক্রিকেট গেম খেলার সংজ্ঞা পাল্টে দেবে ‘Sachin Saga VR’৷
১) ক্রিকেট গেমের দুনিয়ায় এতদিন অফলাইনে প্রতিপক্ষ দল বেছে নিয়ে ম্যাচ খেলার সুযোগ ছিল৷ এবার এই প্রথম ভার্চুয়াল ক্রিকেট গেমে আপনি ম্যাচ খেলার সময় আপনার বন্ধুকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিতে পারবেন৷
অর্থাৎ আপনার বন্ধু ও আপনার বন্ধুর ভিন্ন অবস্থানে থাকলেও ক্রিকেট ম্যাচে একে অন্যকে চ্যালেঞ্জ জানাতে পারা যাবে৷
২) Sachin Saga VR গেমকে আরও আকর্ষণীয় করতে Sachin Saga VR headset এনেছে সংস্থা৷ হেডসেটের মূল্য আপাতত 1,499 টাকা রাখা হয়েছে৷ হেটসেট ছাড়া এই গেম খেলার সুযোগ নেই৷
গেম খেলার সময় এই হেডসেট ব্যবহার করে আপনি বাইশ গজের ক্রিকেটীয় ডুয়েলকে আরও লাইভলি উপভোগ করতে পারবেন৷ ম্যাচ খেলার সময় বাইশ গজে দাঁড়িয়ে ব্যাটিং বা বোলিং করার অনুভূতি হবে আপনার৷
এসএইচ-১২/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)