সাকিবের নয়া রেকর্ড

আর একটি উইকেট পেলেই ইতিহাস গড়ে ফেলতেন সাকিব আল হাসান। এনামুল হক বিজয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলে সেই রেকর্ড গড়লেন তিনি। বিপিএল ইতিহাসে এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালের আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ২২টি। বিজয়ের উইকেট দিয়ে হলো ২৩টি।

বিপিএল ইতিহাসে এক আসরে যা সর্বোচ্চ।

বিপিএলের এক আসরের সর্বোচ্চ উইকেট সংখ্যা ছিল ২২টি। ২০১৫ আসরে বরিশাল বুলসের হয়ে এ কীর্তি গড়েন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার। ২০১৭ আসরে ২২ উইকেট নিয়ে তাতে ভাগ বসানন সাকিব। এবার রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।

সাকিবের পর এবারের আসরে ২২ উইকেটের মালিক তিনজন বোলার। সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ, ঢাকা ডায়ানামাইটসের রুবেল হোসেন এবং রংপুর রাইডার্সের পেসার মাশরাফি বিন মুর্তজা।

এসএইচ-২৬/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)