বিপিএলের ক্যাচটিই বিশ্বের কাছে সেরা (ভিডিও)

কয়েকদিন আগের কথা সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে তখন চিটাগং ভাইকিংস। ম্যাচের অষ্টম ওভারের চতুর্থ বলটি করতে এলেন সিলেটের অধিনায়ক অলক কাপালি।

শর্ট লেন্থের বলটি পেয়েই সপাটে পুল করলেন ভাইকিংসদের চৌকস ব্যাটসম্যান ইয়াসির আলি।

স্কয়ার লেগ ও ডিপ মিড উইকেটের মাঝামাঝি দিয়ে উড়ে নিশ্চিত সীমানার বাইরে যাচ্ছিল বলটি। কিন্তু সেই বলে আউট হলেন ব্যাটসম্যান!

একেবারে বাউন্ডারি লাইনে উড়ন্ত বাজপাখির মতো ছো মেরে বলটি তালুবন্দি করেন সিলেটের ইংলিশ খেলোয়াড় জেসন রয়।

ফুটবল মাঠে অনেক গোলরক্ষকও সম্ভবত এভাবে ঝাঁপিয়ে পড়ে কোনো বলে হাতই ছোঁয়াতে পারবেন না। কিন্তু এই ইংলিশম্যান নিজের বাম দিকে সারা শরীরটা হাওয়ায় ভাসিয়ে একহাতে বলটি রীতিমতো তালুবন্দি করে ফেলেন।

এসএইচ-১১/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)