কোন ইনিংসের জন্য তামিমকে ঘড়ি উপহার

শুক্রবার বিপিএলের ফাইনালে অতিমানবীয় এক ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন তামিম ইকবাল।

তার ৬১ বলের বিস্ফোরক ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ১০ চারের মার। অপরাজিত ছিলেন ১৪১ রানে। তার এই রানেই জয়ের ভিত পেয়ে যায় কুমিল্লা।

অসামান্য এই ম্যাচজয়ী ইনিংসের পুরস্কার হিসেবে সেদিন তার হাতে উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার। তবে ম্যাচ সেরার পুরস্কারেই শেষ হয়ে যায়নি সব। ঝড় তোলা ওই ইনিংসের জন্য ভিন্ন এক পুরস্কার পেলেন দেশসেরা এই ব্যাটসম্যান।

ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম তামিমকে উপহার দিয়েছেন একটি সুদৃশ্য হাতঘড়ি। সেই সাথে পাঠিয়েছেন একটি বার্তাও।

রোববার নিজের ইনস্টাগ্রামে সেই ঘড়ির ছবি পোস্ট করেন তামিম। প্যাকেট ফিলিপের ওই ঘড়ির ছবি নিচে তামিম লিখেছেন, ‘চিঠির কথাগুলো আমাকে ছুঁয়ে গেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ সালমান ভাই।’

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও কখনো বিপিএলের শিরোপার স্বাদ পাননি তামিম। সেই আক্ষেপ ঘোঁচালেন তিনি ষষ্ঠ আসরে এসে।

এসএইচ-১০/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)