ব্রাভোর গানে এবার সাকিব (ভিডিও)

এবার ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর গানে জায়গা পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। নতুন এই গানটির শিরোনাম ‘এশিয়া’।

মূলত এশিয়া অঞ্চলের ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে এই গানটি। গানটির লিরিকে শোনা গেছে সাকিবের নাম।

ডিজে ব্রাভো ‘এশিয়া’ গানটি নিয়ে কাজ শুরু করেন ২০১৭ সালে। ওই বছর চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি তিনি। তাই নিজেকে ব্যস্ত রেখেছিলেন সেটি তৈরিতে।

ক্যারিবীয় অলরাউন্ডারের সুরে ভেসে উঠেছে এশিয়ার পাঁচটি দেশের ক্রিকেটারদের নাম। গানের কলিতে সাকিব ছাড়া ভারতের বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে, পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং আফগানিস্তানের রশিদ খানের নাম উচ্চারিত হয়েছে।

৩৫ বছর বয়সী ব্রাভোর সাড়া জাগানো নতুন এই গানের পরিসর ১ মিনিট। নেট দুনিয়ায় তা তোলপাড় সৃষ্টি করেছে।

এর আগেও গান করেছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজ গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পর তার ‘চ্যাম্পিয়ন’ গান গোটা বিশ্বে শোরগোল ফেলেছিল।

https://youtu.be/nT9z2pMZyw4

এসএইচ-১৩/১২/১৯ (স্পোর্টস ডেস্ক)