সরে দাঁড়ালেন টেনিস সুন্দরী শারাপোভা

কাঁধের চোটের জন্য গত মাসে সেন্ট পিটার্সবার্গ ওপেনের মাঝপথেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন৷ চোট এখনও সেরে ওঠেনি৷ ফলে পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মারিয়া শারাপোভা সরে দাঁড়ালেন আগামী মাসের ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকেও৷

আগামী ৪-১৭ মার্চ ক্যালিফোর্নিয়ায় বসতে চলেছে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের আসর৷ ৩১ বছর বয়সি রাশিয়ান টেনিস সুন্দরীর কোর্টে নামার কথা ছিল এই ডব্লুটিএ ইভেন্টে৷ তবে কাঁধের চোটের জন্য শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে বাধ্য হলেন শারাপোভা৷

আয়োজকদের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যে চোটের জন্য সেন্ট পিটার্সবার্গের প্রি-কোয়ার্টারে খেলতে পারেননি মাশা, সেই একই চোটের কারণে ইন্ডিয়ান ওয়েলসের কোর্টে নামতে পারেবন না তিনি৷

আয়োজকদের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, মাশার জায়গায় টুর্নামেন্টের মূল পর্বে খেলতে দেখা যাবে জার্মানির মোনা বার্থেলকে৷ গত বছর নির্বাসন থেকে ফিরে আসার পর ফিটনিস নিয়ে ধারাবাহিক সমস্যায় রয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা৷ যার ফলে একাধিক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে হয়েছে মারিয়াকে৷

গত অস্ট্রেলিয়ান ওপেনে শুরটা মন্দ না করলেও প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে যেতে হয় শারাপোভাকে৷ তবে ওজনিয়াকির মতো তারকাকে হারিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, ছন্দে রয়েছেন৷ আশা করছেন উইম্বলডনের আগে চোট সারিয়ে কোর্টে ফিরতে পারেবেন তিনি৷

এসএইচ-১১/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)