দেশকে জেতানো স্বামীর সাক্ষাৎকার নিলেন স্ত্রী

এমন সুযোগ খুব কমই আসে৷ মায়ান্তি ল্যাঙ্গারের সৌজন্যে ভারতীয় ক্রিকেট যে ছবি দেখেছে আগে, ঠিক সেটাই ফিরল কিউয়ি ক্রিকেটমহলে৷ যদিও এক্ষেত্রে মঞ্চটা ছিল আরও বড়৷

মাঠের লড়াইয়ে স্বামী দেশকে জিতিয়ে ফেরার পর পেশাদারিত্বের সঙ্গে স্ত্রী তার সাক্ষাৎকার নিচ্ছেন, এমনটা খুব কমই চোখে পড়ে৷ নেপিয়ারে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরকম বিরল ছবি ধরা পড়ল ক্যামেরায়৷

১১৬ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলে টাইগারদের বিরুদ্ধে নিউজিল্যান্ডকে জয় এনে দেওয়া ৩২ বছর বয়সি মার্টিন গাপ্টিল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন৷ পুরস্কার হিসাবে হাতে পাওয়া শ্যাম্পেনের বোতল সঙ্গে নিয়েই সাক্ষাৎকারের জন্য তাকে মুখোমুখি হতে টেলিভিশন সম্প্রচারকারী সংস্থার প্রেজেন্টারের৷ এই প্রেজেন্টার অন্য কেউ নন, গাপ্টিলের স্ত্রী লরা ম্যাকগোল্ডরিক৷ নিখাদ পেশাদারিত্বে স্বামী-স্ত্রী দু’জনেই নিজের দায়িত্ব পালণ করেন৷

ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গারও পেশায় একজন তারকা টেলিভিশন প্রেজেন্টার এবং সেই সূত্রে ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত তিনি৷ জাতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর স্টুয়ার্ট বিনির সাক্ষাৎকার নেওয়ার সুযোগ না হলেও ক্রিকেটার স্বামীর ইন্টারভ্যিউ নিতে দেখা গিয়েছে তাকেও৷

নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজে আপাতত এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে৷ ১৬ ও ২০ ফেব্রুয়ারি সিরিজের পরের দু’টি ওয়ান ডে খেলা হবে যথাক্রমে ক্রাইস্টচার্চ ও দুনেদিনে৷ একদিনের সিরিজের পর দু’দল তিন ম্যাচের টেস্ট সিরিজে পরস্পরের মুখোমুখি হবে৷টেস্ট তিনটি খেলা হবে হ্যামিল্টন, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে৷

এসএইচ-১১/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)