নেইমার আবেগঘন পোস্ট দিলেন

পায়ের ইনজুরির কারণে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিএসজি’র ব্রাজিলিয়ান তারকা নেইমার। নিজের চোটের ব্যাখ্যা করে ২৭তম জন্মদিনে কাঁদলেন তিনি। ইনস্ট্রাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এবার তিনি জানালেন কোনো কিছুই তার আত্মবিশ্বাস দুর্বল করতে পারবে না।

ইনজুরি যেনো প্রায় নেইমারের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। গত পাঁচ বছরে মোট ২৩ বার ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। রাশিয়া বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন।

কিন্তু কয়েকমাস যেতে না যেতেই চলতি বছরের জানুয়ারিতে আবারও ইনজুরির কেবিলে পড়েন নেইমার।

জানুয়ারিতে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান তিনি। সেরে উঠতে প্রায় ১০ সপ্তাহ মতো সময় লাগবে বলে জানান পিএসজি।

প্রতিবারের মতো ইনজুরির সাথে যুদ্ধ করে মাঠে ফিরতে মরিয়া নেইমার। নিজের ইনস্ট্রাগ্রামে এক আবেগঘন পোস্টে তেমনই বার্তা দিলেন এই তারকা।শনিবার একটি ছবির পাশাপাশি নেইমার লিখেন, জীবন লড়াকুদের জন্য, তাই কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না।

এসএইচ-১৯/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)